চুয়াডাঙ্গায় সোনার ২৮ বারসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৮ জুন ২০২৩

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক স্থান থেকে সোনার ২৮টি বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার বাজারপাড়া ও পাথিলা ঈদগা এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আটকের নাম সেলিম হোসেন (৩০)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফরের ছেলে।

আরও পড়ুন: সোনার ১৫ বারসহ যুবক আটক

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, সীমান্ত এলাকা দিয়ে সোনার বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান এক যুবক। পরে সে মোটরসাইকেল তল্লাশি করে স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট থেকে ১২টি সোনার বার ও গহনা উদ্ধার করে।

চুয়াডাঙ্গায় সোনার ২৮ বারসহ যুবক আটক

একইদিন উপজেলার পাথিলা গ্রামের ঈদগা পাড়ার অভিযান চালায় পুলিশ। এসময় দুজন মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল তাদের ধাওয়া দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সেলিম হোসেন। তার দেহ তল্লাশি করে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।