জুনের মধ্যেই সরকারের পতন হবে: শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, জুনের মধ্যেই সরকারের পতন হবে। জনগণের নাভিশ্বাস উঠেছে। গ্যাস-বিদ্যুতের দুর্নীতি জনগণ বুঝে গেছে। তারা ফুঁসে উঠেছে। এ সরকারের আর রক্ষা নাই।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে নোয়াখালীর মাইজদীতে গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদের ডাকা অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মো. শাহজাহান বলেন, দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতে আমরা যেমন কষ্ট পাচ্ছি সরকারি কর্মকতা-কর্মচারীরাও কষ্ট পাচ্ছেন। তাদের সন্তানরাও পড়ালেখা করে। তাদেরও বাজারে যেতে হয়। তারাও চায় না অর্থপাচারকারী এ সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকুক।
আরও পড়ুন: সরকারের পতন ছাড়া বিএনপি থামবে না: সালাম
তিনি বলেন, দুর্নীতির টাকা কোথায় গেছে সেটি সবাই জানে। জনগণের টাকা মেরে কোথায় বাড়ি-গাড়ি করা হয়েছে সেটিও সবাই জানে। সময়মতো সব কিছুর হিসেব নেওয়া হবে। তাদের সময় ফুরিয়ে এসেছে। অচিরে অন্ধকার কেটে দিনের আলো ফুটে উঠবে।
এসময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান ফটকে এসে জড়ো হয়। পরে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের কাছে একটি স্মারকলিপি দেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম