গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৯ জুন ২০২৩
আটকের সময় জব্দ করা হয় দেশীয় অস্ত্র

গাইবান্ধায় মারামারির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে গাইবান্ধা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদল হোসেন জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অবস্থিত বাঁশহাটি থেকে তাদের আটক করা হয়। আটক কিশোরদের বাড়ি গাইবান্ধা শহর ও আশপাশের এলাকায়।

রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনের বাঁশহাটিতে কিশোর গ্যাংয়ের লিডারসহ বেশ কয়েকজন একটি মারামারির পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রেলওয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ওই কিশোর গ্রুপের ১৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, রেলওয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের ওই ১৬ সদস্যকে অস্ত্রসহ সদর থানায় সোপর্দ করেছে। আমরা কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবো।


শামীম সরকার শাহীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।