কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন জুয়েল (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) সকালে উপজেলার জয়মনিরহাট আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন জুয়েল ওই এলাকার এলাকার জাবেদ আলী মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বৃষ্টি-বাতাস শুরু হলে দেলোয়ার হোসেন স্ত্রীসহ লাকড়ি কুড়াতে যান। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলে জুয়েল মারা যান।
আরও পড়ুন: বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু
জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, স্বামী-স্ত্রী দুজনের ওপরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্ত্রী আহত হলেও স্বামী মারা গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রশাসনের কিছু করার থাকে না। সবাইকে সচেতনতা থাকার পরামর্শ করেন।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস