চুয়াডাঙ্গায় অবশেষে স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৯ জুন ২০২৩

চুয়াডাঙ্গায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (৯ জুন) বিকেল ৩টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় নগরীর বিভিন্ন এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, টানা কয়েক দিন চুয়াডাঙ্গায় মাঝারি থেকে তীব্র দাবদাহ অব্যাহত ছিল। জেলায় ২৮ মে সর্ব শেষ বৃষ্টি হয়। ২৯ মে থেকে ৮ জুন পর্যন্ত দাবদাহ চলমান ছিল। শুক্রবার বিকেল ৩টা থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস ও বজ্রপাত রয়েছে।

তিনি জানান, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: টানা দাবদাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

শহরের ফুটবল পাড়া গৃহবধূ চম্পা খাতুন বলেন, গরমে অসহায় হয়ে পড়েছিলাম। বাইরে চলাচল কঠিন ছিল। লোডশেডিং ছিল দিনে ১৬ ঘণ্টার বেশি। ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট হয়েছে।

চুয়াডাঙ্গা পলাশপাড়ার বাসিন্দা শামিম বলেন, আল্লাহর রহমতে ১১ দিন পর বৃষ্টির দেখা পেলাম। গরম থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেলাম।

হুসাইন মালিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।