বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ঘুস দাবি, আটক ৩

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে ডিবি পুলিশ পরিচয়ে ঘুস দাবির অভিযোগে ৩ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে কামারেরচর ইউনিয়নের ডুবারচর দক্ষিণ পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আটকরা হলেন- শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সজিব মিয়া (২০), শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া মহল্লার মো. মন্ডলের ছেলে নাঈম ইসলাম (২১) এবং কসবা শিবোত্তর মহল্লার মো. ইসলাম মুন্সির ছেলে আহনাদ আবিদ রাদ (২০)।
পুলিশ জানায়, গত ৮ জুন রাতে আটক ওই তিন যুবক ডিবি পরিচয়ে সদর উপজেলার ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের বশতবাড়িতে প্রবেশ করেন। সেসময় তারা ডিবি পুলিশ পরিচয়ে দেলোয়ারকে গ্রেফতারের হুমকি দেন। পাশাপাশি দেলোয়ারকে জানান তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। গ্রেফতার এড়াতে ৫০ হাজার টাকা দিতে হবে।
এসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে এলাকাবাসী শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই তিন প্রতারককে আটক করে। পরে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুইটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও তিনটি মোবাইল জব্দ করে।
শুক্রবার (৯ জুন) দুপুরে আটকদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়। আদালত পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইমরান হাসান রাব্বী/এফএ/এএসএম