মৌলভীবাজার সীমান্ত

ভারতে পালানোর সময় এবার রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১০ জুন ২০২৩

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় এবার আনসার আলম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

উপজেলার মাধবপুর ইউনিয়নের কুরমা সীমান্ত এলাকা থেকে তাকে আটকের পর শুক্রবার (৯ জুন) রাতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীর সূত্রে জানা গেছে, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বড় একটি দল সীমান্ত দিয়ে ভারত যেতে এখানে এসেছিলেন। এর মধ্যে দিনে তিনজন নারী ও রাতে একজন পুরুষকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাচাড় জাগো নিউজকে বলেন, তারা হয়তো ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি বড় দল এখানে এসেছিল। বাংলাদেশ সীমান্তে চারজন আটক হয়েছেন।

কক্সবাজারে উখিয়া উপজেলার ১৪ ও ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ জাগো নিউজকে বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জাগো নিউজকে বলেন, আটক চারজনকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আব্দুল আজিজ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।