তানোরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১২ মার্চ ২০১৬

রাজশাহীর তানোর উপজেলার সাতপুকুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানু (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় খড়বোঝাই ট্রাক আগুনে পুড়ে গেছে। তিনি ওই ট্রাকের শ্রমিক ছিলেন। কানু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাত মা গ্রামের মতিউর রহমানের ছেলে।

শনিবার বিকেলে তানোর উপজেলার সাতপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

কানুকে বাঁচাতে গিয়ে ছোট ভাই আল-আমিন (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। খড়বোঝাই চলন্ত ট্রাকের উপরে ছিলেন কানু। খড়ে সঙ্গে বেধে যাওয়া ডিসের তার ছুটাতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত কানুর সহকর্মী ফিরোজ জানান, বিকেলে তানোরের মুণ্ডুমালা থেকে খড়বোঝাই একটি ট্রাকটি গোদাগাড়ীতে আনা হচ্ছিল। এসময় কানু, আল-আমিনসহ কয়েকজন খড়বোঝাই ট্রাকের ছাদে ছিলেন। পথিমধ্যে সাতপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকের খড়ের সঙ্গে ডিসের তার বাধে। এসময় কানু ডিসের তারটি ছুটানোর চেষ্টা করার সময় ১১ হাজার ভোল্ট বহন করা বিদ্যুৎ তারের সংস্পর্শে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানুর সমস্ত শরীরে আগুন ধরে যায়। সেই সঙ্গে ট্রাকে থাকা খড়ের আগুন লাগে।

কানুকে বাঁচাতে তার ছোট ভাই আল-আমিন এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। অনেক কষ্টে আল-আমিনকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হলেও কানুকে ট্রাক থেকে নামানো সম্ভব হয়নি। বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রাকের আগুনে কানু পুড়ে কয়লা আকার ধারণ করে।

এ ঘটনার পরে গোদাগাড়ী দমকল সদস্যদের সংবাদ দিলে তারা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে এনে কানুর মরদেহ উদ্ধার করে।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শাহরিয়ার অনতু/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।