অনুমোদন না নেওয়ায় কুয়াকাটার দুই হোটেলকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১০ জুন ২০২৩

পটুয়াখালীর কুয়াকাটায় ইমারত নির্মাণ আইনে অনুমোদন না নেওয়ায় হোটেল আমির হামজা ও নাইস লুক নামের দুটি আবাসিক হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার (১০ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা ইলিশ পার্ক রোডে অবস্থিত হোটেল দুটিতে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়৷

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, কুয়াকাটা এলাকায় জমিজমা বিক্রি ও ভবন নির্মাণের ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের অনুমতি প্রয়োজন। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে কেউ এগুলোকে তোয়াক্কা করছে না। এতে কুয়াকাটার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাস্টারপ্ল্যান বাস্তবতায়নের উদ্দেশ্যে আমাদের এই অভিযান।

তিনি আরও বলেন, আজকের অভিযানে আমরা দুটি বহুতল ভবনের কাগজপত্র ঠিক না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।