মোংলায় বাড়ি ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১০ জুন ২০২৩

মোংলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় মূল হামলাকারী আ. জলিল মুন্সিসহ (৫৫) ছয়জনকে অভিযুক্ত করে বিকেলে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের।

এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় আ. জলিল মুন্সির নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শনিবার দুপুরে রাজমিস্ত্রী আ. কাদেরের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় কাদের (৪৬) ও তার স্ত্রী জুলিয়া বেগমকে (৩৫) কুপিয়ে জখম করে ফেলে রেখে যান জলিল মুন্সীরা। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার শিকার কাদের বলেন, তাদেরকে মেরে ফেলার জন্য এই হামলা চালানো হয়। হামলায় তার স্ত্রীর মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে। তাতে ৭টি সেলাই লেগেছে। এছাড়া তার স্ত্রীর সঙ্গে থাকা ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় আ. জলিল মুন্সি, মনির হোসেন, রানা মুন্সি, সোহেল মুন্সি, মনিরা বেগম ও মালা বেগমকে অভিযুক্ত করে মোংলা থানায় এজাহার দায়ের করেছেন আব্দুল কাদের।

এজাহার পাওয়ার বিষয়টি স্বীকার করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।