সুন্দরবন থেকে লোকালয়ে আসা শুকরের কামড়ে আহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১০ জুন ২০২৩

সুন্দরবন থেকে নদী সাঁতরে লোকালয়ে আসা শুকরের কামড়ে গোলাম মোস্তফা (৪৭) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।

শনিবার (১০ জুন) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের জমাত আলীর মিস্ত্রির ছেলে। তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পথ ভুলে অথবা খাবারে সন্ধানে শুকরটি সুন্দরবন থেকে নদী সাঁতরে যতীন্দ্রনগর গ্রামে চলে আসে। এসময় ঘরে প্রবেশের চেষ্টাকালে বাধা দিতে গেলে গৃহকর্তাকে কামড়ে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে শুকরটি আটক করে বনে ছেড়ে দেওয়া হয়েছে। বন বিভাগের খরচে আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।