৩ শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতন, স্কুলের পরিচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০০ পিএম, ১১ জুন ২০২৩

নেত্রকোনার পূর্বধলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিশুশিক্ষার্থীকে যৌন নির‍্যাতনের অভিযোগের প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম আজাদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ জুন) দিনগত গভীর রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আবুল কালাম আজাদ পূর্বধলার হাপানিয়া এলাকার বাসিন্দা।

রোববার (১১ জুন) দুপুরে র‍্যা-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, পূর্বধলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির তিন শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির‍্যাতন ও ধর্ষণের চেষ্টা করে আসছিলেন। এ বিষয়ে ৭ জুন একজন শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় কালামকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে থানাপুলিশের কাছে সোপর্দ করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার আবুল কালাম আজাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এইচ এম কামাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।