তালাবদ্ধ বাসায় মিললো যুবকের অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১২ জুন ২০২৩

ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) রাত ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার সুধীর রঞ্জন মালোর মালিকানাধীন ‘কমলালয়’ ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহীদুল ইসলাম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন টুকু মোল্যার ছেলে। তিনি শহরের একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: ফেসবুকে পোস্ট, ৫ বছর পর বাবা-মাকে ফিরে পেলো শিশু রাকিব

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত প্রায় দুই মাস আগে স্ত্রীকে নিয়ে শহরের একটি ভাড়া বাসায় উঠেছিলেন শহীদুল ইসলাম। কয়েকদিন আগে স্ত্রী গ্রামের বাড়িতে চলে যায়। এরপর ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে তালাবদ্ধ ঘর থেকে তিনদিন পর তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম এলাকায় তার বাবার সাথে গরুর ব্যবসা করতেন। বছরখানেক আগে পাশের গ্রাম চান্দাখোলা এলাকার চা বিক্রেতা কায়েজ মিয়ার মেয়েকে বিয়ে করেন। ব্যবসা করতে গিয়ে তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরপর স্ত্রীকে নিয়ে ফরিদপুর শহরে চলে যান। হয়তো ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছেন।

আরও পড়ুন: ৫০০ মিটার রাস্তার জন্য ঘুরতে হয় ৩ কিলোমিটার

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, একটি তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।