পুলিশের নামে চাঁদাবাজির প্রতিবাদে সড়কে অটোচালকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১২ জুন ২০২৩
সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করেন অটোচালকরা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ট্রাফিক পুলিশের নামে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশার চালকরা।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে মুক্তারপুর-সিরাজদিখান সড়কে বেতকা চৌরাস্তায় বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, মুন্সিগঞ্জ সদরে যাওয়ার সময় সিপাহীপাড়া, মুক্তারপুর পেট্রোল পাম্প ও সুপার মার্কেটের সামনে গেলে দেড় হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা নিয়ে থাকে ট্রাফিক পুলিশ। এছাড়া বিভিন্ন সময় ট্রাফিক পুলিশের নামে চাঁদাবাজি করে একটি মহল। রেকার বিলের নামে নেওয়া হয় টাকা।

টঙ্গীবাড়ী থানা পুলিশ ও মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজিসহ হয়রানি বন্ধের আশ্বাস দিলে চালকরা সড়ক থেকে সরে যান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান জাগো নিউজকে বলেন, ট্রাফিক পুলিশের রেকার বিল নিয়ে গাড়ি চালকদের আপত্তি ছিল। সে বিষয়ে তারা বিক্ষোভ করেছে। তাদের সঙ্গে কথা বলে অভিযোগগুলো শুনেছি। সদর উপজেলা মুক্তারপুর ও পৌরসভার বিষয় এটি। আমরা যথাযথ কর্তৃপক্ষকে গাড়িচালকদের বক্তব্য জানাবো যেন অভিযোগের বিষয় ব্যবস্থা নেওয়া হয়।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।