গরুচুরি মামলায় মমতাজ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১২ জুন ২০২৩

নীলফামারীতে আন্তঃবিভাগীয় গরুচোরের সর্দার ২০ মামলার আসামি মো. মমতাজ উদ্দিন ওরফে মমতাজ ডাকাতকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।

সোমবার (১২ জুন) রাতে সৈয়দপুর-দিনাজপুর সড়কের রাবেয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একাধিক মামলার তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানায়, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা মিলে ২০টি মামলা রয়েছে মমতাজ উদ্দিনের নামে। সম্প্রতি নীলফামারী পৌরসভাধীন বাড়াইপাড়া গ্রামে নাসিরুল ইসলাম নামে এক ব্যক্তির গরুর খামার থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মমতাজ ডাকাতের সহযোগী আলম চোর ও চোরাই গরুর নিয়মিত ক্রেতা বক্করকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারাই মমতাজসহ আরও বেশ কয়েকজন চোরের তথ্য দেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত মমতাজকে গ্রেফতার করা হয়। মমতাজ ছাড়াও তার মন্তাজ আলী, আকতারসহ আরও বেশ কিছু নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, টাঙ্গাইল, দিনাজপুর, নীলফামারী জেলার কয়েকটি থানায় ২০টি মামলা রয়েছে মমতাজ উদ্দিনের নামে। সম্প্রতি একটি চুরির ঘটনায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। ধৃত মমতাজ ডাকাতকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রাজু আহম্মেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।