বগুড়ায় ঘরে ঢুকে স্কুলছাত্রীর শ্লীলতাহানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১২ জুন ২০২৩

বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে লিটন মিয়া (৫০) নামে এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে।

সোমবার (১২ জুন) সকালে মেয়ের নানি বাদী হয়ে লিটন মিয়ার বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন। অভিযুক্ত লিটন উপজেলার শহড়াবাড়ি-বালিয়াআটা জোড়া মসজিদ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার মেয়েটি (১৩) স্থানীয় একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে তার নানিরবাড়িতে থেকে পড়াশোনা করে। বুধবার মেয়েটিকে বাড়িতে একা রেখে তার নানি পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়ি যান। ওই রাতে মেয়েটি একাই নানির ঘরে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে লিটন মিয়া রাত ১০টার দিকে ওই ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মেয়েটির শ্লীলতাহানি করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এলে লিটন পালিয়ে যান।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মামলার একমাত্র আসামি লিটন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।