কৃষক হত্যা মামলা

জামিন চাইতে এসে কারাগারে ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১২ জুন ২০২৩
আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে

কৃষক আবুল কাসেম দুলাল (৪৫) হত্যা মামলায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ এহসানুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ছাগল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে আবুল কাসেম দুলাল টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৮ এপ্রিল দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৪০ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

ঘটনার পর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নেন। সোমবার জামালপুর জেলা ও দায়রাজজ আদালতে হাজির হয়ে আবেদন করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।