চকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১২ জুন ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোশারফ হোসেন সিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শামীম মিয়া উপজেলার বড়ইকান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শামীম মিয়া সোমবার দুপুরে বৃষ্টির আগে চকে গরু আনতে যান। গরু ছেড়ে দেওয়ার পর হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। তখন তিনি পার্শ্ববর্তী ইরি স্কীমের পানির পাম্পের ঘরে আশ্রয় নিতে গেলে তার ওপর বজ্রপাত হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

পরবর্তীতে আশপাশের এলাকার লোকজন তাকে চক থেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোশারফ হোসেন সিজান বলেন, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তি মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।