কবির বিন আনোয়ার
আওয়ামী লীগের স্মার্ট কর্নার থেকে গুজবের জবাব দেওয়া হবে
জেলায় জেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্নার হচ্ছে। এর মাধ্যমে গুজবে বিরুদ্ধে সত্য তুলে ধরে সময়োচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রী পরিষদের সাবেক সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
সোমবার (১২ জুন) দুপুরে মুন্সিগঞ্জ শহরের কাচারী এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২-৪৩ বছর ধরে গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সংগ্রাম করছেন। একযোগে বাংলাদেশে উন্নয়নে কাজ করে যাচ্ছে। সামনে নির্বাচন আসন্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বড় হাতিয়ার এ স্মার্ট কর্নারের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া হবে। বিদেশে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য যেসব গুজব রটানো হচ্ছে তার বিরুদ্ধে সত্যটাকে তুলে ধরে সময়োচিত জবাব দেওয়া হবে। স্মার্ট কর্নার থেকে আমাদের কর্মী বাহিনী তৈরি হবে।
কবির বিন আনোয়ার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লক্ষ্য ও আদর্শ ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত আন্দোলনে এবং উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে । স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের অভিযাত্রা শুরু, আওয়ামী লীগ সেটির নেতৃত্ব দেবে। এ কারণেই আমাদের প্রতিটি কার্যালয় স্মার্ট কর্নার করা হলো, জেলা কার্যালয়ে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে উপজেলা কার্যালয়ে করা হবে।
স্মার্ট কর্নার উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আনিস উজ্জামান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা মহিউদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল নাহার শিল্পী।
আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম