ভারত থেকে অবৈধ পথে আনা ১১৩ মণ চিনি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ৪ হাজার ৫৯০ কেজি (১০২ বস্তা) ভারতীয় চিনিসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) দুপুরে নেত্রকোনার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের উৎরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- মাগুরার শালিখা উপজেলার রামানন্দকাঠি গ্রামের খালিদুর রহমান টিটু (২৬), একই উপজেলার আড়পাড়া গ্রামের তসলিমুর রহমান শিপলু (৩৮) ও মাদারীপুরের কালকিনি উপজেলার নারকেলী গ্রামের সাগর ইসলাম মনির (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানে ১০২ বস্তা (৪৫ কেজি বস্তা) চিনি জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জাগো নিউজকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনির বস্তাগুলো আনা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।
এইচ এম কামাল/এসজে/এমএস