দিনদুপুরে পরিবহনে চাঁদাবাজি, হাতেনাতে আটক ৯

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৩১ এএম, ১৩ জুন ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনদুপুরে প্রকাশ্যে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে ৯ জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।

সোমবার (১২ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার পশ্চিম পাশের ঢাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম(২১), মো. হাসান (২৫), মো. হাসান (১৮), মো. জসিম (৩২),মো. সেলিম (২৭) এবং মো. হাসান (১৮)।

সন্ধ্যায় শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।