স্ত্রীর গলাকেটে হত্যার চেষ্টা, আটক স্বামী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:২০ এএম, ১৩ জুন ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে খাদিজা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করেছেন তার স্বামী। এ ঘটনায় ধারালো ছুরিসহ অভিযুক্ত স্বামী গোলাম মোর্শেদকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের দিঘীরপাড় এলাকার মান্নান মিয়ার বাড়িতে গত ২৫ বছর ধরে গোলাম মোর্শেদ তার স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিল। কয়েকদিন ধরেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বাগবিতণ্ডা চলছিল।সোমবার রাত ৯টার দিকে হঠাৎ করে তাদের দুজনের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে গোলাম মোর্শেদ একটি ধারালো ছুরি দিয়ে খাদিজা বেগমের গলায় আঘাত করেন। এতে খাদিজা জখম হয়ে মাটিতে লুটিয়ে পরেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আরও পড়ুন: গায়ে আগুন দিয়ে গৃহবধূকে হত্যা: চাচাতো বোনের স্বামী আটক

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামী গোলাম মোর্শেদকে ধারালো ছুড়াসহ আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনিপ্রক্রিয়া চলমান।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।