ঝগড়ার সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৩ জুন ২০২৩
পুলিশের হাতে আটক হন নির্মল চন্দ্র

নীলফামারীর ডোমার উপজেলায় মেঘনা রানী (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী নির্মল চন্দ্রকে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আটিয়াবাড়ী (মাস্টারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেঘনা রানী ডোমার উপজেলার খামার বামুনিয়া এলাকার শচীন চন্দ্র রায়ের মেয়ে। আটক নির্মল চন্দ্র একই উপজেলার আটিয়াবাড়ী (মাস্টারপাড়া) এলাকার পুনেল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে স্ত্রী মেঘনার সঙ্গে পারিবারিক কলহ চলছিল নির্মল চন্দ্রের। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঝগড়ার এক পর্যায়ে মেঘনা রানীকে শ্বাসরোধে হত্যা করেন নির্মল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর নির্মলকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ডোমার থামার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার পর আটক ব্যক্তিতে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

রাজু আহম্মেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।