ট্রাফিক পুলিশের ধাক্কায় সড়কে পড়ে আহত মোটরসাইকেল আরোহী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৩ জুন ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে এক ট্রাফিক পুলিশ সদস্যের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন মো. রকি (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত রকি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কালিতলা মহল্লার মঞ্জুর ইসলামের ছেলে। এ ঘটনার পর উত্তেজিত জনতা বারোঘরিয়া বাজারের সড়ক ও তার আশপাশে অবস্থান নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী শাহীন আলম জানান, বারোঘরিয়া বাজারে এক বন্ধুকে রাখতে এসেছিলেন রকি। ফেরার পথে সড়কে কাগজপত্র দেখার জন্য রকিকে দাঁড়াতে বলেন ট্রাফিক পুলিশের এটিএসআই মতিয়ার রহমান। এসময় রকি রাস্তার পাশে দাঁড়াতে গেলে তাকে ধাক্কা দেন তিনি। এতে সড়কে পড়ে গুরুতর আহত হন রকি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত রকি বলেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ মতিয়ার রহমান আমাকে থামতে ইশারা দেন। আমি থেমে বলি, আমার সব কাগজপত্র ঠিক আছে। তবে রাস্তায় যেহেতু ট্রাক চলাচল করছে, তাই রাস্তার পাশে দাঁড়াচ্ছি। রাস্তার পাশে দাঁড়াতে গেলে রাস্তায়ই দাঁড়াতে বলেন এটিএসআই মতিয়ার রহমান। আমি রাস্তার পাশে যেতে গেলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমি হেলমেট পরে ছিলাম। তাই মাথায় তেমন আঘাত লাগেনি।’

এ বিষয়ে বক্তব্য জানতে এটিএসআই মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উত্তেজিত জনতাকে আশ্বাস দিলে তারা শান্ত হন এবং সড়ক থেকে সরে যান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।