মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৩ জুন ২০২৩

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, শিরখাঁড়াসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে এক মাসের কারাদণ্ড এবং আরেকজনের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জুন) মধ্যরাত থেকে মঙ্গলবার (১৩ জুন) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন।

এক মাসের দণ্ডপ্রাপ্ত ফরিদ হাওলাদার (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। অপরদিকে অর্থদণ্ডপ্রাপ্ত বাদল বেপারী (৫০) মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুরের আব্দুল খালেক বেপারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন করায় ফরিদ হাওলাদারকে এক মাসের কারাদণ্ড এবং বাদল বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে আটক তন্ময় মোল্লা (৫০), এনামুল হাওলাদার (৪০) ও রাকিব হাওলাদারের (৩০) বিরুদ্ধে নিয়মিত মামলা করতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানের সময় আটটি ড্রেজার মেশিন ও দুইটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।