বগুড়ায় শিশুর প্রজনন স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৩ জুন ২০২৩

বগুড়ায় শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের মফিজ পাগলা মোড়ের রোচাস রেস্টুরেন্ট হলরুমে এ সভার আয়োজন করে ইয়েস বাংলাদেশ নামের বেসরকারি একটি সংস্থা।

জেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদেরভূমিকা এবং প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তৃণমূলে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বগুড়ার ২০ জন সাংবাদিক।

দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মিলন রহমান, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি খোরশেদ আলম, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বাবু, বণিক বার্তার জেলা প্রতিনিধি এইচ আলিম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আসাফ-উদ-দৌলা নিওন, সময় টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

জেলার গণমাধ্যমকর্মীরা জানান, শিশুদের প্রজনন স্বাস্থ্যের বিষয়টির সঙ্গে বাল্যবিয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু একটি জেলায় বছরে কত সংখ্যক শিশু বাল্যবিয়ের শিকার হচ্ছে তার সঠিক পরিসংখ্যান থাকে না। প্রতিবছর স্কুল থেকে কতজন ঝরে পড়ছে এসব তথ্য আরও উন্মুক্ত হওয়া উচিত। এমনকি শ্রম দপ্তরকেও শিশুদের নিয়ে কাজ করতে হয়। কিন্তু তাদের কার্যক্রম জানা যায় না। তথ্যের এসব ঘাটতির কারণে প্রতিবেদনেও সঠিক পরিস্থিতি উপস্থাপন করতে পারাটা কষ্টকর হয়।

তারা আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত নানা কমিটি থাকলেও সেগুলোর দৃশ্যমান কার্যকারিতা চোখে পড়ে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এগিয়ে আসার প্রক্রিয়া তৈরি করতে হবে। কারণ এসব সংকটে সম্মিলিতভাবে কাজ না করলে পরিবর্তন আনা সম্ভব নয়।

সভায় এসব সংকট আলোচনার পাশাপাশি দিকগুলো নিয়ে প্রতিবেদন তৈরির অঙ্গীকার করেন উপস্থিত সাংবাদিকরা।

অপরাজেয় বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও ওয়াই মুভস প্রকল্প আয়োজিত ডায়লগ সেশনে সার্বিক পরিচালনায় ছিলেন ইয়েস বাংলাদেশের মিডিয়া উইংসের সদস্য সাংবাদিক সঞ্জু রায়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের দর্পণের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার জোজিফ হোসেন প্রতীক, বিজয় টিভির জেলা প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, দৈনিক প্রভাতের আলোর সাজ্জাদ হোসেন পল্লব, বাংলাভিশনের মতিউর রহমান, দৈনিক জয়যুগান্তরের মামুনুর রশিদ প্রমুখ।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।