সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে যাওয়া পোশাক কারখানা খুলতে বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:১২ এএম, ১৪ জুন ২০২৩
সংবাদ সম্মেলন করছে কারখানার মালিকপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে যাওয়া একটি রপ্তানিমুখী পোশাক কারখানার তালা খুলতে ভবন মালিক বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ফজর আলী গার্ডেন সিটির তৃতীয় তলায় এসএম এন্টারপ্রাইজ গার্মেন্টসের মালিকপক্ষ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে এসএম এন্টারপ্রাইজের এমডি মহিউদ্দিন ভূঁইয়া বলেন, ২০১৮ সালে ৫ বছরের চুক্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফজর আলী গার্ডেন সিটির পাঁচতলা ফ্লোরটি ১০ লাখ টাকার জামানতে ভাড়া নেই। দীর্ঘদিন ২৫০'র অধিক শ্রমিকের কর্মস্থান হিসেবে বেশ পরিচিত এটি। সবশেষ ৮ জুন রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে কারখানায়। ফায়ার সার্ভিসের ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গার্মেন্টস মালিকপক্ষের।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগুনের ঘটনার পরদিন থেকে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য কর্মকর্তারা কারখানা পরিদর্শনের জন্য এলে তালাবদ্ধ থাকার কারণে প্রবেশ করতে ব্যর্থ হন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। পাশাপাশি গার্মেন্টস মালিকের পরিচ্ছন্নকর্মীরাও কারখানা পরিষ্কারের জন্য প্রবেশ করতে ব্যর্থ হচ্ছেন।

ওই কারখানার এমডি আরও জানান, এ বিষয়ে ভবন মালিক চাঁন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তালা খুলবেন না বলে সাফ জানিয়ে দেন। তার সঙ্গে আবার যোগাযোগ করা হলে চাঁন মিয়া তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরবর্তী কোনো উপায় না পেয়ে নিজে বাদী হয়ে ভবন মালিক মো. চাঁন মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভবন মালিক চাঁন মিয়া বলেন, আমার সঙ্গে তাদের দেনা পাওনা আছে, তাই আমি তালা দিয়েছি। আমার দেনাপাওনা শেষ করে দিলে আমি তাদের তালা খুলে দেবো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আগুনে পুড়ে যাওয়া গার্মেন্টস মালিক সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।