ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো গৃহবধূর
নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে ঝাসনা আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের বারহাট্টা উপজেলার বরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝাসনা লুনেশ্বর ইউনিয়নের খিলা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
আরও পড়ুন: ধর্ষণচেষ্টার সালিশে অভিযুক্তের সঙ্গে বিয়ের সিদ্ধান্তে হাতাহাতি
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বারহাট্টার বরি এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়েন ওই গৃহবধূ। তিনি তখন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রেনের নিচে কাটা পড়ে মাথা, হাত, পাসহ তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন মাথা ও পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন।
এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জাগো নিউজকে বলেন, মোহনগঞ্জ রেল পুলিশ ঝাসনার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছে।
এইচ এম কামাল/জেএস/এএসএম