দুপচাঁচিয়া বিএনপির সভাপতিসহ ১২ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৪ জুন ২০২৩

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় পৌর বিএনপির সভাপতিসহ ১২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃতদের ৯ জুনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু কেউ তার জবাব দেয়নি। ফলে তাদের আজীবনের জন্য দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- তালোড়া পৌর বিএনপির সভাপতি ও মেয়রপ্রার্থী আব্দুল জলিল খন্দকার, সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী আবুল হোসেন সরকার, পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান, যুগ্ম-সম্পাদক ইসরাফিল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসেম আলী প্রামাণিক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া রাজভর, সদস্য মারুফ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হারুন তরফদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমেদ ফেরদৌস, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল প্রামাণিক।

এ বিষয়ে মেয়রপ্রার্থী আবদুল জলিল খন্দকার বলেন, ২০১৩ সালের পৌর নির্বাচনে দলীয় প্রতীক ছাড়াই বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। এবার বিএনপি নির্বাচন বর্জন করলেও ভোটারদের চাপে প্রার্থী হয়েছি। জনগণের মতামতকে সম্মান জানাতে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছি। দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে মেনে নেব। কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

২১ জুন তালোড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৬ হাজার ৭৬ জন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।