সাবেক প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ, প্রেমিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৪ জুন ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় সাবেক প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগে শামীম খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম খান জামালপুর জেলার মেলান্দহ থানার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বীর হাতিজা গ্রামের খানবাড়ীর আনোয়ার হোসেনের ছেলে। তারা বর্তমানে ফতুল্লার পশ্চিম তল্লা আজমেরীবাগ এলাকায় হাবিবের বাসায় ভাড়া থাকেন।

এই ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণীর (২৪) সঙ্গে ৩ বৎসর আগে শামীম খানের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের উদ্দেশ্যে তাদের মধ্যে গভীর সম্পর্কও হয়। তখন শামীম তার মোবাইলে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের অনেক ছবি তুলে রাখেন।

পরবর্তীতে তিনি দেখেন শামীম আরও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন। এতে শামীমের প্রতি বিরক্ত হয়ে সমঝোতার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেন তরুণী। এরপর দেড় বৎসর আগে বিয়ে করেন তিনি। বর্তমানে তার স্বামী প্রবাসে রয়েছেন। সম্প্রতি প্রায় সময় ফোন করে তরুণীকে উত্ত্যক্তসহ কূ-প্রস্তাব দেওয়া শুরু করেন শামীম। এতে রাজি না হওয়ায় আগে তুলে রাখা অশ্লীল ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে শামীমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।