মঠবাড়িয়ায় বিদ্রোহীর কাছে অসহায় আ.লীগ প্রার্থী
ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৮ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান মিয়া। অপরদিকে দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. মোশাররফ শরীফ (চশমা প্রতিক) স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামীলীগ প্রার্থী (নৌকা) মো. সুলতান মিয়া মোবাইল ফোনে আক্ষেপ করে এই প্রতিবেদককে বলেন, আমি সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রর্থী হয়েও বিদ্রোহী প্রার্থীর কাছে কোণঠাসা হয়ে আছি।
তিনি বলেন, আমড়াগাছিয়ার কালিকাবাড়ি এলাকার গাবতলা বাজারে আব্দুল কাদের নামে আমার এক কর্মী সখ করে নৌকা বানিয়ে টাঙিয়ে রেখেছিল মোশাররফের লোকদের হুমকিতে তা নামাতে বাধ্য হয়েছে। প্রচার কাজে আমার কর্মীদের মাঠে না নামার জন্য বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। কোথাও আমার মিটিং হতে দেয়না মোশাররফ। এ পর্যন্ত দুটি মিটিং করেছি তাও পুলিশ পাহারায়।
শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সোমবার একটি মিটিং করার জন্য সময় নির্ধারণ করা আছে যেখানে জেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সেটাও করতে পারি কি না সন্দেহ আছে।
এ ব্যাপারে মোশাররফ শরীফের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিজের ভরাডুবি হবে বুঝতে পেরে সুলতান মিয়া এসব অভিযোগ করছেন। এক সময়ের বিএনপি নেতা নব্য আওয়ামীলীগ হওয়ায় দলের কেউ তাকে সমর্থণ করছেননা।
হাসান মামুন/এফএ/পিআর