দুর্বৃত্তের আগুনে মরলো কৃষকের ছয় গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৫০ এএম, ১৫ জুন ২০২৩

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুন্নু মুন্সির নামে এক কৃষকের ছয়টি গরু আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ জুন) দিনরাত ২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চন্দনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আরও পড়ুন: কোস্টগার্ডের অভিযানে ৩২ জেলে আটক

ভুক্তভোগী কৃষক চুন্নু মুন্সি বলেন, রাত আনুমানিক ২টার দিকে চিৎকার শুনে বাইরে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে ছয়টি গরু পুরে মারা যায়। দুটি গরু গলার রশি ছিড়ে গোয়ালঘর থেকে বের হওয়ার কারণে সেই দুটি গরু বেঁচে গেছে।

তিনি বলেন, আমরা সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। আমি গোয়ালঘরে মশারি ব্যবহার করি। মশার কয়েল ব্যবহার করি না। গোয়ালে আগুন লাগতে পারে এমন কিছু নেই। শত্রুতা করে কেউ হয়তো এ ঘটনা ঘটিয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক বলেন, বিষয়টি জানান পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছি। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটালো তা অনুসন্ধানে আমরা কাজ করছি।

আব্দুস সালাম আরিফ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।