গরুতে পাটগাছ খাওয়া নিয়ে সংঘর্ষে দুই কৃষক নিহতের ঘটনায় আটক ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৫ জুন ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে গরুতে পাটগাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় দুই কৃষক নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বুধবার (১৪ জুন) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের বজলু মালিথার জমির পাটগাছ সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু খেয়ে ফেলে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।

গরুতে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সরদার গ্রুপের উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ হামলায় ভেলশ মালিথা (৪৩) ও বজলু মালিথা (৪২) নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

আল মামুন সাগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।