মৌলভীবাজারে ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রলীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জন) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ, আসরাফ উদ্দিন, আলিম উদ্দিন ও মামুন আহমদ এবং ছাত্রলীগ কর্মী হৃদয় আহমদ।
উপজেলার জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন, কেন আমাকে বহিষ্কার করা হলো বিষয়টি আমি জানতে পারিনি। সিনিয়রদের সঙ্গে আলাপ করবো।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম জাগো নিউজকে বলেন, উপজেলা ছাত্রলীগের সাত সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে।
আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস