নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৬ জুন ২০২৩
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে হেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে বারহাট্টা রেলস্টেশনের গ্যাংকোয়ার্টার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেনা আক্তার ওই এলাকার ওমর ফারুকের স্ত্রী।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুর রহমান জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা রেল স্টেশনে থামে। এসময় ওই স্টেশনে নেমে আসা যাত্রীরা রেললাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু 

হেনার স্বামী ওমর ফারুক জানান, প্রতিদিনের মতো গতরাতেও আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়ি। রেললাইনের পাশেই আমাদের বাসা। হইচই শুনে আম্মা বাসা থেকে বেরিয়ে গিয়ে রেল লাইনের ওপর হেনার মরদেহ দেখতে পান। আমাদের চার বছরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না। কেন এ ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারছি না।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।