সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো তিনজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৭ জুন ২০২৩
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে চলতি নদী থেকে পাথর উত্তোলনের সময় আরও দুই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার ছায়ার হাওড়ে ও ডলুরা বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। বাকি দুজন হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের বাসিন্দা জয়নাল ও সেলিম।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা জানায়, উপজেলার জয়পুর গ্রামের পাশে রাতে হাওরে মাছ শিকার করতে (উজাই মারা) যান আব্দুল মালেক (৬০) সহ আরও কয়েকজন। শনিবার ভোরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি বজ্রপাতে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির আহমদ জাগো নিউজকে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ভাদেরটেক গ্রামের জয়নাল ও সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল আলম।

লিপসন আহমেদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।