বনবিভাগের সব জরাজীর্ণ ভবন সংস্কার করা হবে: শাহাব উদ্দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৭ জুন ২০২৩

দেশজুড়ে ব্যাপক বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অফিস সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারাদেশের বনবিভাগের ব্যবহার অনুপযোগী অফিস, বাসগৃহসহ বিভিন্ন স্থাপনা যথাযথ ভাবে সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (১৭ জুন) দুপুর ১২টায় নওগাঁ জেলার পত্নীতলার উপজেলার বনবিভাগের রেঞ্জ সদরের রেস্ট হাউজ কাম-অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিট অফিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ২০১৯ সালের নভেম্বরে পরিদর্শনের সময় দেখতে পাই পাইক বান্দারেঞ্জের আওতায় বনবিভাগের অফিসগুলোর জরাজীর্ণ অবস্থায় আছে। বনবিভাগের কর্মীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করছেন। এছাড়া পাইক বান্দারেঞ্জের আওতাধীন অফিস এবং কোয়াটারগুলো দীর্ঘদিন আগে নির্মিত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই তাৎক্ষণিকভাবে পাইক বান্দা বিট অফিস নির্মাণের নির্দেশ দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে সারাদেশের জরাজীর্ণ ভবন সংস্কার করা হবে। ফলে নওগাঁসহ সারাদেশে ব্যাপক বনায়ন কার্যক্রম পরিচালনা সহজ হবে। এভাবে কার্যক্রম চলমান থাকলে ইনশাল্লাহ আমরা এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব।

নওগাঁর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ।

আব্বাস আলী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।