মাছের ঘের নিয়ে বিরোধ, আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৭ জুন ২০২৩

বাগেরহাটে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে আনোয়ারুল শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে বাগেরহাট মেরিন ইন্সটিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আনোয়ারুল শেখ বাগেরহাটের বাসাবাটি এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

আনোয়ারুল শেখের ভাতিজা মো. মুরাদ শেখ বলেন, বাগেরহাট দড়াটানা এলাকায় আমার ছোট চাচা বাচ্চু শেখের মাছের ঘের রয়েছে। তার পাশে বাগেরহাটের নাগেরবাজার এলাকার কালামের ঘের রয়েছে। শনিবার সকালে চাচার ঘের থেকে চুরি করে মাছ ধরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তিনি আমার চাচাকে বিভিন্নভাবে হুমকি দেন। পরে দুপুর ১২টার দিকে নাগেরবাজার এলাকার সোহেল হাওলাদার (কালা সোহেল), তার ভাই রাখা হাওলাদার, স্থানীয় গণেশ সাহাসহ ৭-৮ সন্ত্রাসী আমাদের বাড়িতে আসে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

তারা চাচাকে না পেয়ে বাড়িঘর ভাঙচুর করে ও গালিগালাজ করেন। পরে বাগেরহাট মেরিন ইন্সটিটিউটের সামনে আরেক চাচা আনোয়ারুল শেখকে দেখতে পেয়ে সন্ত্রাসীরা গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে হেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাচ্চু শেখের ছেলে তাব্বির শেখ বলেন, কালামের সঙ্গে আমার আব্বুর ঘের নিয়ে বিরোধ ছিল। তিনি সোহেল হাওলাদার (কালা সোহেল) ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার চাচাকে বিনা কারণে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

নিহত আনোয়ারুল শেখের ছেলে জিসান শেখ জানান, আমার বাবাকে যারা বিনা কারণে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. মাসুম শেখ বলেন, আনোয়ারুল শেখ ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। স্থানীয় মাদক ব্যবসায়ী কালাম তার আত্মীয় কালা সোহেলকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আব্দুল্লাহ আল ইামরান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।