ফরিদপুরে ২০০ টাকা কেজি কাঁচামরিচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:০২ পিএম, ২০ জুন ২০২৩

ফরিদপুরে দফায় দফায় বাড়ছে কাঁচামরিচের দাম। জেলার বিভিন্ন হাট-বাজার, আড়তে কয়েকদিন আগেও খুচরা ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।

মঙ্গলবার (২০ জুন) ফরিদপুরের বিভিন্ন হাট-বাজার ঘুরে এতথ্য জানা গেছে।

jagonews24

মরিচের জন্য বিখ্যাত জেলার মধুখালী সদরের মরিচ হাটে মঙ্গলবার দুপুরে প্রতিমণ কাঁচামরিচ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। দুদিন আগেও যা ছিল ৪ হাজার ৭০০ থেকে ৫ হাজার ২০০ টাকা। পাইকারি বাজারেও বেড়েছে মরিচের দাম।

মধুখালী উপজেলার মেকচামী ইউনিয়নের ফয়সাল হোসেন জাগো নিউজকে বলেন, সকালে আড়তে নিয়ে আড়াই মণ কাঁচামরিচ বিক্রি করেছি ৬ হাজার ২০০ টাকা মণ দরে।

jagonews24

বোয়ালমারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, খুচরা বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

একই উপজেলার ছোলনা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, গত সপ্তাহে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনলেও আজ কিনেছি ২০০ টাকা করে।

jagonews24

মধুখালী মরিচ বাজারের আড়তদার আলম জাগো নিউজকে বলেন, কয়েকদিন ধরেই দফায় দফায় কাঁচামরিচের দাম বাড়ছে। খুচরা বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক জিয়াউল হক জাগো নিউজকে বলেন, ফরিদপুরে এবার তিন হাজার ১২৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এর মধ্যে বেশি চাষ হয়েছে মধুখালী উপজেলায়। তবে দাম ক্রেতাদের কাছে বাড়তি মনে হচ্ছে। বর্ষা মৌসুমে দাম একটু বেশি হলেও কৃষক তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।