সিরাজগঞ্জে দুই হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২০ জুন ২০২৩

সিরাজগঞ্জে পৃথক দুটি হত্যা মামলায় প্রেমিক ও সৎ বাবাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁতী গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন, নাটোরের ক্ষিরপোতা গ্রামের হাসান তালুকদারের ছেলে মাসুদ ও বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের জজ মিয়ার ছেলে মনিরুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম ও মাসুদ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁতী গ্রামের হাসান তালুকদার তার প্রথম পক্ষের সন্তান মাসুদকে লালন পালন না করায় সে বাবার ওপর ক্ষিপ্ত ছিল। অপরদিকে হাসান আলী তার দ্বিতীয় পক্ষের মেয়ে শিউলি খাতুনকে প্রেমিক সাদ্দাম হোসেনের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ায় সাদ্দাম হোসেনও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ অবস্থায় সাদ্দাম হোসেন ও মাসুদের যোগসাজশে ২০১০ সালের ২০ নভেম্বর হাসান আলীর মেয়ে শিউলি শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে বেড়াতে এলে কৌশলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী রাজিবপুর বিলে গলা কেটে হত্যা করেন তারা। এ হত্যার পরদিন সাদ্দাম ও মাসুদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন হাসান আলী। সেই মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন।

অপরদিকে জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের সাহিদা খাতুন প্রথম স্বামীর সঙ্গে বিয়ের পর একই উপজেলার পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মনিরুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই মনিরুলের চক্ষুশুলে পরিণত হন। সাহিদার প্রথম পক্ষের ৭ বছরের শিশু সন্তান ছিল শাহাদৎ হোসেন।

এক পর্যায়ে ২০১৯ সালের ১৯ মে মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশু শাহাদৎকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মনিরুল। এর ছয়দিন পর পার্শ্ববর্তী শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর চরে অর্ধগলিত অবস্থায় শিশু শাহাদাতের মরদেহ পাওয়া গেলে শাহিদা খাতুন মনিরুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ সাক্ষ্যপ্রমাণ শেষে মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।