বাগেরহাটে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২০ জুন ২০২৩

সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের সঙ্গে জড়িত দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, দুটি গাছি দা, একটি হাতুড়ি, একটি খাতা জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেফতাররা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সি (৩২) ও একই উপজেলার জয়নাল সরদারের ছেলে এসমাইল হোসেন (৩৫)।

এ বিষয়ে পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ২০২২ সালের ২১ ডিসেম্বর বনদস্যু কর্তৃক জেলে অপহরণের ঘটনায় মোংলা থানায় একটি মামলা হয়। ২৬ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে ১১ জন অপহৃত জেলেকে উদ্ধার করা হয় এবং তিনজন অপহারণকারীকে গ্রেফতার করা হয়। সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে আটক করে। তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।