নীলফামারীতে ফের বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:০৫ এএম, ২১ জুন ২০২৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে আবারও তিস্তা নদীর পানি বেড়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার (২১ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড হয়ে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তারা জানান, শুক্রবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। সোমবার (১৯ জুন) সকাল ৬টায় পানি বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে পানি দশমিক ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার (২০ জুন) থেকে প্রবাহ স্বাভাবিক হলেও বুধবার ফের বেড়েছে পানি।

এদিকে ডিমলা উপজেলার তিস্তা নদীগর্ভের বেশ কয়েকটি এলাকায় পানি বাড়লেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেছেন জনপ্রতিনিধিরা।

ডিমলার ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, নদী তীরের কিছু বাড়িতে পানি উঠেছে। আমরা তাদের সতর্ক থাকার জন্য মাইকিং করেছি। সার্বক্ষণিক খোঁজ রাখছি।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয়দের সতর্ক করার জন্য আমরা মাইকিং করেছি। কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে বলে খবর পেয়েছি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জাগো নিউজকে বলেন, কয়েক দিন ধরে তিস্তার পানি বাড়া-কমার মধ্যেই আছে। আজ সকালে আবারও তিস্তার পানি বেড়েছে। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বন্যা মোকাবিলায় প্রস্তুত আছে।

রাজু আহম্মেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।