শেরপুরে সোয়া ৩ লাখ টাকার চিনি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২১ জুন ২০২৩
চিনি জব্দের পর থানা হাজতে নেওয়া হয়

শেরপুর পৌর শহরের দমদমা কালীগঞ্জ থেকে বালুর ঢিবির নিচ থেকে ২৬০০ কেজি (৬৫ মণ) চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। যার বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। বর্ষা মৌসুমে গলে যাওয়ার শঙ্কায় থানাহাজতে রাখা হয়েছে জব্দ চিনি।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকা থেকে ৫২ বস্তা চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, দমদমা এলাকায় চিনি মজুত করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় পুলিশ। এ সময় বেলাল হোসেনের ভাড়া জমিতে ত্রিপলে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে পঞ্চাশ কেজির ৫২ বস্তা চিনি জব্দ করা হয়। তবে কে কী উদ্দেশ্যে চিনি মজুত করেছিলেন তা জানা সম্ভব হয়নি। এমনকি স্থানীয়রাও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জাগো নিউজকে বলেন, চিনি জব্দ করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বাড়ার কথা শুনে কোনো ব্যবসায়ী এখানে মজুত করেছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার জব্দ চিনি নিয়ে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান হাসান রাব্বী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।