ঝিনাইদহ হাসপাতালে অভিযান, ৯ দালালের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২১ জুন ২০২৩

ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২১ জুন) দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও লায়লা ইয়াসমিন। এসময় সেখানে জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন।

আটকরা হলেন- জেলার শিকারপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নীরস কুমারের ছেলে অপু মণ্ডল, কলাবাগান এলাকার মৃত মনোরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাসপাকিয়া গ্রামের হাাসেম আলীর ছেলে, রাজু আহমেদ, ঘোপপাাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারার স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম।

আরও পড়ুন: হাসপাতালে পাঁচ দালালের কারাদণ্ড 

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইমের ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল হাসপাতালে কিছু দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছেন রোগীরা। অভিযোগের ভিত্তিতে তার সত্যতা মেলায় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।