রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২২ জুন ২০২৩

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার বেন্ডসেন। বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টার দিকে নরওয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পৌঁছায়। বিকেলে তারা কক্সবাজারে ফিরে যান।

এসময় এসপেন রিকটার বেন্ডসেন দাতা সংস্থা ইউএনএইচসিআর-আইও এম ও ডব্লিউ এফপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

jagonews24

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিশেল 

শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ইনচার্জ তানভীর আহমেদ জানান, এসপেন রিকটার বেন্ডসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি ব্লকের একটি সোলার মিনি গার্ড, ২৬ নম্বর ক্যাম্পের ই/০৪ ব্লকে এনআরসি অফিসসহ লেদা ক্যাম্প ২৪ এ অবস্থিত আইওএম পরিচালিত প্লাস্টিক বর্জ্য দ্বারা তৈরিকৃত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। একইসঙ্গে হ্নীলা স্টেশনে অবস্থিত বাঁশের তৈরি বিভিন্ন স্টোর ও প্রক্রিয়াজাতকরণ স্থানগুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

jagonews24

শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি বদরুল ইসলাম জানান, নরওয়ের রাষ্ট্রদূত আমাদের সাথে কথা বলেন। তারা আমাদের নানা বিষয়ে খোঁজখবর নেন। আমরা প্রতিনিধিদলের কাছে জানিয়েছি- দাতা সংস্থাগুলো দিনদিন আমাদের খাদ্য সামগ্রী কমিয়ে ফেলছে। খাদ্যের পরিমাণ কমানোর কারণে ক্যাম্পে অপরাধ বাড়ছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।