পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, পরদিন মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৪ জুন ২০২৩

নীলফামারী জলঢাকায় নদী থেকে জাহাঙ্গীর আলম নামের একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৩ জুন) দুপুরের উপজেলার টেংগনমারী চারাল কাঠা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম টেংগনমারী পাশারিপাড়া এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করলে দৌড়ে চারাল কাঠা নদীতে লাফ দেন জাহাঙ্গীর। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় নদীতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায়।

স্থানীয় মামুনুর রশীদ মিঠু জানান, পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দেয় জাহাঙ্গীর। তারপর আর বাসায় আসেনি। আজ নদীতে মৃত অবস্থায় পাওয়া গেলো।

এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, এখন ব্যস্ত আছি। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রাজু আহম্মেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।