পলাশে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৪ জুন ২০২৩
কলেজছাত্রী বিনা মিত্রের স্বজনদের আহাজারি

নরসিংদীর পলাশে বিনা মিত্র (১৯) নামের এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার জিনারদী গ্রামের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিনা মিত্র ওই গ্রামের ভজন মিত্রের মেয়ে। তিনি ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুই বছর আগে সঞ্জয় ভৌমিক নামের এক যুবকের সঙ্গে বিনা মিত্রের বিয়ে হয়। দুই মাসের মাথায় তিনি বাবার বাড়ি চলে আসেন। এরপর থেকে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।