কুড়িয়ে পাওয়া লাখ টাকার মালিককে খুঁজে বেড়াচ্ছেন সরকারি কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৪ জুন ২০২৩
প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে কাউন্টার মাস্টারের কাছে টাকা জমা রাখছেন আবু মুত্তালিব (ডানে)

বিশেষ কাজে কুষ্টিয়ার কুমারখালীতে এসেছিলেন আবু মুত্তালিব। কাজ শেষে বাসে করে বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে বাসের মধ্যে তিনি প্রায় লাখ টাকা কুড়িয়ে পান। এখন কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিককে খুঁজছেন।

আবু মুত্তালিব কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসরে গেছেন। তিনি কুষ্টিয়া পৌর শহরের সাদ্দাম বাজার এলাকার বাসিন্দা। মালিকের সন্ধান চেয়ে শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘আজ শনিবার বিশেষ কাজে কুমারখালী গিয়েছিলাম। আসার সময় বাসের মধ্যে ১ লাখ টাকা পড়ে পেয়েছি। টাকাগুলা কাউন্টার মাস্টার আরিফ সাহেবের কাছে জমা আছে।’

কুড়িয়ে পাওয়া লাখ টাকার মালিককে খুঁজে বেড়াচ্ছেন সরকারি কর্মকর্তা

এ বিষয়ে আবু মুত্তালিব বলেন, ‘কাজ শেষ করে দুপুরে একটি লোকাল বাসে করে বাড়িতে ফিরছিলাম। ফেরার পথে বাসের সিটের ওপরে প্রায় এক লাখ টাকা পড়ে থাকতে দেখি। ওই টাকা বাসের হেলপার ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি ওই প্রস্তাবে রাজি হইনি। প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য কাউন্টার মাস্টারের কাছে জমা রেখেছি।’

কাউন্টার মাস্টার আরিফ বলেন, ‘এ যুগেও ভালো মানুষ পাওয়া যায়, মুত্তালিব সাহেব তার জ্বলন্ত উদাহারণ। টাকা আমার কাছে আছে। তথ্যপ্রমাণ পেলে প্রকৃত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে।’

আল মামুন সাগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।