গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ ছাত্রলীগকর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৫ জুন ২০২৩

টাঙ্গাইলে গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। রোববার (২৫ জুন) সকালে ধনবাড়ী উপজেলার বাজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার পাঁচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)। তারা দুজনই উপজেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা দুজন মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মেহগনি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।