ধসে পড়লো নির্মাণাধীন সেতু, গা ঢাকা দিয়েছেন ঠিকাদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৫ জুন ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের বৈঠাখালি খালের ওপর নির্মাণাধীন একটি সেতু ধসে পড়েছে। ঘটনার পর ঠিকাদার ও সেতু নির্মাণ শ্রমিকেরা গা ঢাকা দিয়েছেন।

প্রকৌশলীদের অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার কারণে বৃহস্পতিবার (২২ জুন) সকালে সেতুটি ধসে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস ধরে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের বৈঠাখালি খালের ওপর ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন। আগামী সপ্তাহের মধ্যে সেতুটির ঢালাইয়ের কাজ করার কথা ছিল। খালের পানি বৃদ্ধি পেলেও আগের সাটারিং দিয়েই কাজ চলমান রাখা হয়। কিন্তু খালে পানি বেড়ে যাওয়ার ফলে নিচে থেকে সাটারিং সরে গিয়ে সেতুটি ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. করিম শেখ বলেন, এদের দায়িত্বে অবহেলা ও বর্ষা মৌসুমে তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে এমনটা হয়েছে। অন্যান্য ব্রিজের তুলনায় এই ব্রিজের উচ্চতা অনেক কম দেওয়া হয়েছে। বর্ষাকালে খালে পানি বাড়লে এই ব্রিজ পানির নিচে তলিয়ে যাবে। দায়িত্বে অবহেলা ও তড়িঘড়ি করে পাটাতনের নিচে বাঁশের খুঁটি ভালোভাবে না দেওয়ার কারণে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কাওলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হোসেন দুদু মিয়া বলেন, নিম্নমানের কাজ ও প্রকৌশলীদের দায়িত্বে অবহেলার কারণে নির্মাণাধীন সেতুটি ধসে পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের মালিক ইমতিয়াজ আসিফের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার বিভাগ) মো. আক্তার হোসেন বলেন, ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে বৈঠাখালি খালের ওপর ২৪ মিটার দীর্ঘ একটি ব্রিজের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। খালের পানির বৃদ্ধি ও পানির বেগ বৃদ্ধি পাওয়ায় এবং নিচ থেকে সাটিরিং সরে যাওয়ার কারণে সেতুটি ধসে পড়ে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তবে সেতুর ঢালাই কাজ এখনও শুরু হয়নি। সেতুটির স্ট্রাকচার তৈরি হয়েছে। খালের পানি বেড়ে যাওয়ায় পানিতে বাঁশের খুঁটি সরে গিয়ে সেতুটির স্ট্রাকচার দেবে গেছে।

এর আগে ৩১ মে ফরিদপুরের সদরপুরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের অধীনে একটি সেতুর নির্মাণ কাজের সময় মাটি ধসে জাবেদ খান (২৩), জুলহাস (২৪) ও অন্তর শেখ (২২) নামে তিন শ্রমিক নিহত হন।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।